প্রিয় অসলোবাসি,
কে শাসন করছে সেটা অনেক গুরুত্বপূর্ণ। গত আট বছর ধরে, শহরটিতে লাল-সবুজের সংখ্যাগরিষ্ঠতা এবং SV থেকে একজন মেয়র রয়েছে। পরিষ্কার বায়ু এবং কম দূষণ হয়েছে। বিনামূল্যে aktivitetsskole (AKS) এবং বিনামূল্যে স্কুল খাবার. উন্নত গণপরিবহন এবং কম গাড়ি চলাচল। কম বেবধান এবং কম বেসরকারিকরণ।
আমরা যা অর্জন করেছি তার জনে আমরা গর্বিত, তবে আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে!
অসলোতে এখনো অনেক ভেদাভেদ উচ্চবিত্ত ও নিন্মবিত্ত, যেমন এখনো সুজুক সুভিদা পাচ্ছেন এলাকাভিত্তিক । SV এই পার্থক্য অবসান করতে চায়। অসলোকে একটি সুন্দর শহর গড়ে তুলতে SV মনেকরে সকলকে সমান ভাবে এগিয়ে আসতে হবে, জার জার স্থান ও ক্ষমতা থেকে। তবেই আমরা একটা সুন্দর সহর উপহার দিতে পারবো আজকের এবং আগামি প্রজন্মকে। আসুন আমরা সবাই ধনি গরিব বৈসম্যভুলে এক হয়ে কাজ করি।
SV এবারের ভোটে চায়
✻ আমরা সরকারি করনে বিশ্বাসী যেখানে সকলের সমান অধিকার। যেমন – কিন্ডারগার্টেন (barnehage), বয়স্ক যত্ন (eldreomsorg) এবং শিশু কল্যাণ (barnevern)। বেসরকারি করনে অনেকেই তার নেয্য অধিকার থেকে বাঞ্চিতো হয়।
✻ SV মনেকরে প্রতিটা নাগরিকের জন্নে সহজলভ্য বাসস্থান, হোক সেটা নিজের অথবা ভাড়াকরা।
✻ সকলের জন্নে কর্মক্ষেত্র নিশ্চিত করা, জেমন – শিক্ষক, শেবিকা ও পরিছন্ন কর্মিদের পৌরসভার আওতায় (Oslo kommune) স্থায়ী চাকুরিকরন।
জলবায়ু পরিবর্তন একটি বড় সমস্যা আজকের পৃথিবীতে, এর সমাধান অত্যন্ত জরুরি আগামি দিনগুলুতে। তাই SV এর লক্ষ্য যথাসম্ভব কম CO2 নিস্কাশন।
SV এবারের ভোটে চায়
✻ আগামি ২০৩০এর মধ্যে ৪০ হাজার ছাদে সৌর প্যানেল লাগানোর মাধ্যমে সল্প বিদ্যুৎ ব্যবহার।
✻ অধিকতর বাস, ত্রিক (trikk), থেবানে (t-bane) ও সাইকেল, বেবহারে পরিবেশগত ভাবে নিরাপদ। তাই SV এর পক্ষে কাজকরছে।
✻ SV চায় বিদ্যালয় এবং আবাসিক এলাকা প্রচুর সবুজায়ন আর যথাসম্ভব কম গাড়ি ব্যবহার।
শিক্ষকজন ছাত্র/ছাত্রিদের সহজভাবে বিদ্যা দান করবেন, জাতেকরে ছাত্র/ছাত্রিরা খুব সহজে তা বুজতে পারে। খেলাদুলার মাধ্যমে শিক্ষাপ্রদান। অপ্রয়োজনীয় চাপ ছারা ছাত্র/ছাত্রীদের আনন্দ নিয়ে বিদ্যলয়ে শিক্ষা নিবে।
SV এবারের ভোটে চায়
✻ শিক্ষকরা বিদ্যলয়ে সকল শিক্ষাপ্রদান করবেন, জাতে বাড়িতে অতিরিক্ত পাঠ্যবই পড়েতে না হয় এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বাড়ির কাজ থাকবেনা।
✻ উচ্চ বিদ্যালয সকল ছাত্র/ছাত্রিদের জন্নে ন্যায্য ব্যবস্থা।
✻ খেলাদুলা ও সাংস্কৃতিক অংগনে সাধ্যের মধ্যে সকল বাচ্চারা য়েন অংশ নিতে পারে।
Sunniva একজন সিটি কাউন্সিলর। বর্তমানে তিনি স্কুল নীতি নির্ধারক। সকল বাচ্চারা সমঅধিকারে বেড়ে উঠা এবং তাঁর মতে পুরাপুরি জলবায়ু নিষ্কাশন বন্ধকরা।
Omar SV এর মেয়র পদপ্রার্থী। তিনি লড়ছেন যেন একতটি বন্ধুসুলভ সহর হয়। তিনি আগে একটি gatekjøkken এ চাকুরি করতেন এবং তিনি একজন শিক্ষক। বর্তমানে তিনি একজন সিটি কাউন্সিলর এর সাংকৃতিক ও খেলাদুলা অধিদপ্তরের সদস্য।
Sarah, তিনি একজন নারীবাদী। তিনি কাজকরছেন সমঅধিকার, বাসস্থান এবং দূষণমুক্ত পরিবেশ বনবিভাগ রক্ষাকরা তিনি একজন শিক্ষক। বর্তমানে সিটি কাউন্সিলে কর্মরত। তিনি আগামি চার বছর কাজ করতে উৎশাহি।
Ola Groruddalen এ বসবাস করছেন। তিনি SV এর সিটি কাউন্সিলের দায়িতেত আছেন। তিনি অনেক বছর ধরে পরিবেশগত আন্দোলনের শাথে যুক্ত ছিলেন। তিনি চাচ্ছেন গনপরিবহন, সবুজ নগর উন্নয়ন, সৌরশক্তি প্রতিটি ছাদে। এবং তিনি পুরপুরি জলবায়ু নির্গমন এর বন্ধের পক্ষে।
PDF: Bengali │ বাংলা